এ কঠিন সময়ে জনগণের পাশে না থেকে নিজেদের আড়াল করে রাখা কাউন্সিলরদের হলুদ কার্ড দেখিয়ে দিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। আড়াল থেকে বের করে এনে মেয়র তাদের সতর্ক করেন। মেয়র বলেন, সুযোগ থাকার পরও আপনারা নগরবাসীর পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন। সরকার বিষয়টি মনিটরিং করেছে। এ কাজে নিয়োজিত যারা তারা আমার নজরে এনেছে। মেয়র এখন থেকে সবাইকে দুর্যোগে মাঠে থাকতে বলেন।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার যখন ব্যস্ত তখন চসিক কাউন্সিলরেরা স্বেচ্ছায় হোমকোয়রেন্টাইনে চলে যান। একাই মাঠে নামেন মেয়র নাছির উদ্দীন। সত্তর লাখ নগরবাসীর সুরক্ষায় নানা উদোগ নিয়ে তা বাস্তবায়নে মাঠে আছেন তিনি। এ সময়ে জনপ্রতিনিধিদের ঘরে বসে থাকার ঘটনায় তোলপাড় শুরু হয়। দৈনিক ইনকিলাবেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পুলিশ এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে কাউন্সিলরদের নিষ্ক্রিয়তা উঠে আসে। এ প্রেক্ষাপটে সোমবার মেয়র কাউন্সিলরদের ডেকে বৈঠক করেন।
তিনি যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্কতা ও সচেতন হতে হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫৫ জন কাউন্সিলরের বেশির ভাগই আওয়ামী লীগ সমর্থিত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন