বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারে ট্রাক সহ বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার

রামু (কক্সবাজার) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ৭:২৪ পিএম

পুরো দেশ যখন করোনা' আতংকে নীরব নিস্তব্দ। ঠিক সে সময় কে পুঁজি করে কক্সবাজারের রামুতে বনদস্যুরা অবাধে কাঠ পাচারে নেমেছে।

মরনব্যধী করোনা কে ও তোয়াক্কা করছেনা তারা।

বনাঞ্চল থেকে কেটে পাচার কালে বিপুল পরিমান চোরাই কাঠ উদ্ধার করেছে বনবিভিাগ।

১ এপ্রিল (বুধবার) ভোর ৬ টায় কক্সবাজার উত্তর বনবিভাগীয় কর্মকর্তার নির্দেশে বাঘখালী রেন্জের ঘিলাতলী বিটের বনাঞ্চলে অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করা হয়।

বাকঁখালী রেন্জ কর্মকর্তা আবু খায়ের মোঃ আতা ইলাহী জানান, গোপন সংবাদের সুত্র ধরে উত্তর বনবিভাগীয় কর্মকর্তার নিদের্শনায় অভিযান চালিয়ে গর্জনসহ বিবিধ প্রজাতির এসব কাঠ উদ্ধার করা হয়।

অপর দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের টহল ওসি এমদাদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে গত ৩১ মার্চ রাতে অভিযান চালিয়ে চকরিয়া কলেজ গেইটস্হ সড়ক থেকে পাচার কালে চোরাই কাঠ ভর্তি একটি ট্রাক আটক করে।
এসব চোরাই কাঠের মূল্য অর্ধ কোটি টাকা হবে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন