শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজধানীতে জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছে পুলিশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাস থেকে ঢাকা মহানগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ৮ম দিনের মতো গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দুই পর্বে সকালে ও বিকালে এ ওষুধ ছিটানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগের (রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল) বিভিন্ন স্থানে প্রথম পর্বে সকাল ১০টা হতে ১২টা ও ২য় পর্বে বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশনায় ২৫ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলমান থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন