শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামবাসীর ফরিয়াদ আল্লাহ পানাহ চাই

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৩:০১ পিএম

হে আল্লাহ! আমাদের তাওবা কবুল করো! আমাদের ক্ষমা করো হে মাবুদ!। মহামারী থেকে রক্ষা করো! জুমার নামাজ শেষে বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের মসজিদে মসজিদে ছিলো মুসল্লিদের এমন আহাজারি। মহান আল্লাহর দরবারের ফরিয়াদ জানাতে গিয়ে ইমাম খতিবগণের মতো কান্নায় ভেঙ্গে পড়েন মুসল্লিরা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে দেশজুড়ে চলছে লকডাউন। মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে। মসজিদগুলোতেও তার ব্যতিক্রম ছিলো না।

আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে মুসল্লির সংখ্যা ছিলো কম। কাঁধে কাঁধ মিলিয়ে কাতারবন্দি হওয়ার যে নিয়ম বাদ দিয়ে দূরে দূরে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। প্রায় সব মসজিদে ছিলো এমন চিত্র। কোন কোন মসজিদে খুৎবার পর দুই রাকাত ফরজ নামাজ শেষে মুসল্লিরা চলে যান বাসা বাড়িতে। বাকি নামাজ আদায় করেন ঘরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন