পবিত্র মাহে রমজানের শেষ দশকে শুক্রবার তৃতীয় জুমার নামাজের পর বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মসজিদে মসজিদে ইমাম খতিবগণ মুসল্লিদের নিয়ে মহান আল্লাহর দরবারের সকরুণ আকুতি জানিয়ে করোনাভাইরাস মহামারী থেকে মুক্তি চান। মাহে রমজানের নাজাতের পর্বে আসন্ন পবিত্র শবে কদরের বরকতময় মূহুর্তে আল্লাহর খাস রহমত কামনা করেন।
সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা মেনে মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। মুসল্লিরা বাসা বাড়িতে অজু করে সুন্নাত নামাজ আদায় করে মসজিদে আসেন। সবার মুখে ছিল মাস্ক। মসজিদের প্রবেশ পথে ছিল হাত ধোয়ার ব্যবস্থা। সামাজিক দূরত্ব নিশ্চিত করে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করা হয়।
ভিড় এড়াতে নগরীর পতেঙ্গাসহ ঘনবসতিপূর্ণ এলাকায় একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ মসজিদ, লালদীঘি মসজিদ, বায়তুশ শরফ জামে মসজিদ, হযরত আমানত শাহ দরগা মসজিদ, চন্দনপুরা মসজিদ সহ নগরীর সব মসজিদে স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে নামাজ আদায় করা হয়। ঘরে বাড়িতে মহিলা, শিশু ও বয়স্করা নামাজ আদায় করেন। পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত, জিকির আজগার ইবাদত বন্দেগির মধ্যে দিন কাটছে লকডাউনে ঘরবন্দি মানুষের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন