সিলেটে দিনদিন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সিলেটের অবস্থা এখন চরম ঝুঁকির মুখে। চলমান এই অবস্থা থেকে পরিত্রাণ প্রত্যাশায় সিলেটের হযরত শাহ জালাল(রহ.) মাজার মসজিদে আজ শুক্রবার (১৬জুলাই)) জুম্মার নামাজ শেষে মোনাজত করেন মুসল্লীরা। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সবধরনের বালা-মুসিবত থেকে দেশের সুরক্ষায় প্রার্থনা করা হয় মহান আল্লাহর দরবারে।
এসময় দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন ধর্মপ্রাণ মানুষ। এছাড়া সিলেটের বিভিন্ন মসজিদে মসজিদে খুৎবায় করোনাভাইরাসসহ মহামারিতে জীবন রক্ষায় মানুষের করণীয় সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা তুলে ধরেন ইমামগণ। এদিকে স্বাস্থ্য রক্ষায় দরগাহ প্রবেশের পূর্বে সবাই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের জন্য অনুরোধ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন