শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে ৩ ডাক্তারসহ আরো ১৮ জন কোয়ারেন্টাইনে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ১২:৪৩ পিএম

করোনা ভাইরাস পজিটিভ হওয়া রোগী ইতোমধ্যেই চিকিৎসা নিয়েছিলেন। তাই সংক্রমণ রোধে আজ শনিবার স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা চট্টগ্রাম নগরীর মেহেদি বাগে অবস্থিত বেসরকারি হাসপাতাল ন্যাশনাল হসপিটালে যান। তারা সেখানকার ৩ তিনজন চিকিৎসক এবং নার্সসহ ১৮ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাাঠান।
করোনা সংক্রমণ ঝুঁকি ঠোকাতে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। তিনি বলেন, করোনা পজিটিভ হওয়া রোগী এরআগে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তবে পুরো হাসপাতাল লকডাউনের কোন প্রয়োজন দেখা দেয়নি।
গত শুক্রবার ৩২ জনের নমুনা টেস্ট করা হঢ চট্টগ্রাম বিআইটিআইডি-তে। এদের মধ্যে একজনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে গতকাল রাতে। তিনি চট্টগ্রামে প্রথম করোনা শনাক্তকৃত রোগী। রোগী (বয়স ৬৭) নগরীর দামপাড়া এক নম্বর গলির বাসিন্দা। তার লকডাউন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন