বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যশোর হাসপাতাল শূন্য করোনা রোগী, হোম কোয়ারেন্টাইনের সংখ্যা কমছে

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৩:২৫ পিএম | আপডেট : ৩:৫৬ পিএম, ৪ এপ্রিল, ২০২০

যশোর ২৫০ বেড হাসপাতাল শূন্য হয়ে গেছে করোনা রোগী। এ পর্যন্ত পর্যায়ক্রমে করোনা সন্দেহে হাসপাতাল কোয়ারেন্টাইনে থাকা ৯৭৯জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। যাদের নমুনা আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এ পর্যন্ত পাওয়া রিপোর্টে করোনাভাইরাস পাওয়া যায়নি। আক্রান্তের ঘটনাও ঘটেনি। ফলে যশোর কার্যত করোনামুক্ত বলা যায়। একথা জানালেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। তিনি বললেন, আমরা এখনো পুরোপুরি মুক্ত এটি অফিসিয়ালি বলছি না। আগে যেমন প্রতিদিন শ’ শ’ হোম কোয়ারেন্টাইনে রাখা হতো, এখন ক্রমাগতভাবে কমছে। যেমন শনিবার ২৪ঘন্টায় মাত্র ৩জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সর্বশেষ হোম কোয়ােেরন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়ে ২৪৫৪। তাদের সবাই বিদেশ ফেরত।#

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন