বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রাম বিভাগে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৮ জন মুুক্ত ২৪ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৪:০৭ পিএম

চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে এ সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। শনিবার পর্যন্ত কোয়ারেন্টাইন শেষ করে সুস্থ্য অবস্থায় বাড়ি ফিরেছেন ২৪ জন।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়। করোনা রোগী সন্দেহে নতুন করে দুই জনকে আইসোলেশনে প্রেরণ করা হয়। ইতোমধ্যে আইসোলেশন থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ জন।
গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। মোট কোয়ারেন্টাইনের সংখ্যা ১৪ হাজার ৮৯৮ জন। আর শনিবার পর্যন্ত কোয়ারেন্টাইন শেষ করেছেন ১২ হাজার ৩৫৪ জন। যাদের প্রায় সবাই সুস্থ্য আছেন।
এখনও পর্যন্ত চট্টগ্রামে একজন এবং কক্সবাজারে একজন রোগী সনাক্ত হয়েছেন। সর্বশেষ চট্টগ্রামে আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। ওমরাহ করে আসা কন্যা, তার স্বামী ও শাশুড়ির সংস্পর্শে আসায় তিনি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন