বজ্রপাতের কক্সবাজারের মহেশখালীতে তিন জন লবণচাষী নিহত হয়েছেন। এছাড়া-প্রান্তিক লবণ চাষিদের মাঠের লবণ ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার সময় কাল বৈশাখী তান্ডব শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম মানিক (১৭)। সে হোয়ানকে পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহমদের ছেলে। মানিক মৈন্নাঘোনা লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হয়।
২য়জন মোস্তাফিজুর রহমান (২৫) সে পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে।
মোস্তাফিজুর রহমান হোয়ানকের আন্নুঘোনায় লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়ানক ইউপির মেম্বার নুরুল কবির।
৩য়জন হচ্ছে বড় মহেশখালীর জাগিরা ঘোনা এলাকার জালাল আহমদের ছেলে মোঃ ফারুক (২৫)।
চাষিদের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ কালবৈশাখী ধমকা ও বৃষ্টির কারণে মাঠে উৎপাদিত লবণের ক্ষয় ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাঠের লবণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন