শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলিম হওয়ায় রাজস্থানে চিকিৎসা পেলেন না অন্তঃসত্ত্বা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ৩:৩৮ পিএম

শুধুমাত্র মুসলমান হওয়ার ‘অপরাধে’ অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে ভর্তি না করার অভিযোগ উঠল রাজস্থানের সরকারি হাসপাতালের বিরুদ্ধে। পরে ওই মহিলা অ্যাম্বুলেন্সের মধ্যে প্রসব করলেও সদ্যোজাতের মৃত্যু হয়।

ওই নারীর স্বামী ইরফান খানের অভিযোগ, আমার স্ত্রীকে অন্তঃসত্ত্বা অবস্থায় সিকরি এলাকার স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে আমাদের ভরতপুরের মহিলা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে ডাক্তারেরা জানিয়ে দেন, আমরা মুসলিম তাই আমাদের জয়পুরে যেতে হবে। তিনি বলেন, অ্যাম্বুলেন্সে করে জয়পুরে নিয়ে যাওয়ার সময়েই আমার স্ত্রী সন্তানের জন্ম দেন। কিন্তু আমাদের সন্তান বাঁচেনি। আমাদের সন্তানের মৃত্যুর জন্য জেলা প্রশাসনই দায়ী।

ভরতপুরের মহিলা হাসপাতালের প্রিন্সিপাল রূপেন্দ্র ঝা বলেন, এক অন্তঃসত্ত্বা মহিলা এসেছিলেন। অবস্থা সঙ্কটজনক হওয়ায় ওই মহিলাকে জয়পুরে রেফার করা হয়েছিল। তবে কোনও ত্রুটি ঘটে থাকলে তার তদন্ত করা হবে।

ঘটনাটি নিয়ে কথা বলছেন রাজস্থানের পর্যটনমন্ত্রী বিশেন্দ্র সিংহ। তিনি বলেন, মুসলিম মহিলাকে ধর্মের জন্য ভরতপুরের মহিলা হাসপাতাল থেকে জয়পুরে পাঠানো হল। ভরতপুরের বিধায়কই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। বিষয়টি লজ্জাজনক। তার দাবি, ভরতপুর হাসপাতালের গাইনোকোলজি বিভাগের ডাক্তার মোনিত ওয়ালিয়াই ধর্মের জন্য ওই মহিলাকে ভর্তি করতে চাননি।

এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসির বক্তব্য, ভরতপুরের হাসপাতালের কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এমন ঘৃণার পরিবেশ তৈরি হচ্ছে যে তার ফলেই প্রাণ হারাচ্ছেন মানুষ। এখন কি মুসলিমেরা হাসপাতালেও যাওয়া বন্ধ করে দেবেন? মৌলবাদী হিন্দুত্ব কি সরকারি প্রশ্রয় পাচ্ছে? না সমাজের বড় অংশই মৌলবাদকে সমর্থন করছে? এই অবস্থা বদলাতে কোনও পদক্ষেপ করা হবে কি? সূত্র: ফ্রি প্রেস জার্নাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
মোঃ আশরাফ-উলআলম ৫ এপ্রিল, ২০২০, ৪:১৯ পিএম says : 0
মানবতার মৃত্যু।
Total Reply(0)
Mustafizur Rahman Ansari ৫ এপ্রিল, ২০২০, ৪:৪১ পিএম says : 0
Absolutely Right
Total Reply(0)
Noor Mohammad ৫ এপ্রিল, ২০২০, ৪:৪৭ পিএম says : 0
ওরা মানুষ‌ই নয় ওরা পশু।
Total Reply(0)
নূরুল্লাহ ৫ এপ্রিল, ২০২০, ৯:২৫ পিএম says : 0
ওগো আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। ঐ জালিম নৃশংস মুশরিকদের বিচার করো তুমি, তোমার নিষ্ঠুর প্রতিশোধ এদের ছেড়ে দিবে না নিশ্চয়। আল্লাহ ভারতের মুসলমানকে রক্ষা করো।
Total Reply(0)
নূরুল্লাহ ৫ এপ্রিল, ২০২০, ৯:২৫ পিএম says : 0
ওগো আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। ঐ জালিম নৃশংস মুশরিকদের বিচার করো তুমি, তোমার নিষ্ঠুর প্রতিশোধ এদের ছেড়ে দিবে না নিশ্চয়। আল্লাহ ভারতের মুসলমানকে রক্ষা করো।
Total Reply(0)
মুহম্মদ ওমর ফারুক ৫ এপ্রিল, ২০২০, ১০:১৪ পিএম says : 0
তারা তাদের উপর করোনা ডেকে এনেছে
Total Reply(0)
সুজন ৫ এপ্রিল, ২০২০, ১১:০২ পিএম says : 0
মানুষ নামে কলঙ্ক।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন