বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা সর্তকতায় শায়খে ইমামবাড়ির জানাযায় লোকসমাগমের বিষয়টি সুরহায় বৈঠকে প্রশাসন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ১২:২৬ পিএম

হযরত আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ীর জানাজার নামাজে লোক সমাগমের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে জরুরি বৈঠকে বসেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। দেশে চলমান করোনা পরিস্থিতিতে কোনো জায়গায়ই জনসমাগম না হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু শায়খে ইমাবাড়ীর জানাজার নামাজে তাঁর লাখো ভক্ত ও অনুসারীদের অনেকেই উপস্থিত হতে পারেন এই সম্ভাবনাকে সামনে রেখে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন জরুরি বৈঠকে বসেছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, কোনো ইস্যুতে লোকসমাগম না হতে বলা হচ্ছে। কিন্তু মৃত্যুবরণকারী ব্যক্তি একজন বড় আলেম। উনার জানাযার নামাজে লোক সমাগমের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা এখনও নেইনি। আমরা জরুরি বৈঠক করছি। উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও হুসাইন আহমদ মাদানি রহ-এর বিশিষ্ট খলিফা শায়খ আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন