শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রাম : কোয়ারেন্টাইন পালালেই ধরার অ্যাপ চালু!

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:১৪ এএম

হোমকোয়ারেন্টাইন থেকে পালানোর সুযোগ থাকছে না আর। পালিয়ে যাওয়ার পর তাদের ধরে আনার ব্যবস্থা করা হচ্ছে।

চট্টগ্রাম নগরীতে করোনাভাইরাসের সংক্রমণের সন্দেহে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নজরদারির জন্য মোবাইল অ্যাপ চালু করেছে সিএমপি।
কেউ হোম কোয়ারেন্টাইন থেকে বাইরে বের হওয়া বা পালানোর চেষ্টা করলে অ্যাপটি ওই ব্যক্তিকে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করবে। এ ছাড়া পালিয়ে যাওয়া ব্যক্তি সম্পর্কে অ্যাডমিন প্যানেলের মাধ্যমে সঙ্গে সঙ্গে থানার মনিটরিং ইউনিটকে তথ্য দেবে ওই অ্যাপ।

বৃহস্পতিবার ‘নিরাপদ- Stay Home, Stay Safe ‘ শীর্ষক এই অ্যাপের উদ্বোধন করেন সিএমটি কমিশনার মো. মাহাবুবর রহমান।
এই অ্যাপ চালুর ফলে হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের নজরদারিতে সময়ের সাশ্রয় হবে। পুলিশ সদস্যদের সংস্পর্শজনিত কারণে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস করবে।

নগর পুলশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, ইনোভেস টেকনোলজিস নামে একটি প্রতিষ্ঠানের সহায়তায় অ্যাপটি চালু করা হয়েছে। এই অ্যাপ জিও ফেন্সিং টেকনোলজির মাধ্যমে হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করবে।
প্রাথমিকভাবে চট্টগ্রাম নগরীর ১৬টি থানায় এর কার্যক্রম শুরু হয়েছে। পরে সারাদেশে এটি ছড়িয়ে দেওয়া হবে ।

অ্যাপ উদ্বোধনের সময় সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, শ্যামল কুমার নাথ এবং এস এম মোস্তাক আহমেদ খান উপস্থিত ছিলেন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন