মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এই দুর্যোগে কেউ ঘাবড়ে না গিয়ে ধৈর্য্য ধরুন: মেহজাবিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৯:১৫ পিএম

করোনা নিয়ে আতঙ্ক বিরাজ করছে প্রায় সবার মঝে। এই তালিকায় পিছিয়ে নেই তারকারাও। তার প্রমাণ মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আর সে কারণেই ফেসবুক কিংবা টুইটার সবখানেই করোনা নিয়ে সচেতন বার্তা জানান দিচ্ছেন তারা। এমনকি সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকারও পরামর্শ দিচ্ছেন।

এদিকে করোনার কারণে শুটিংয়ের ব্যস্ততা নেই। নেই বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির তোড়জোড়ও। আর তাইতো সারাদিন ঘরেই আছেন ছোট পর্দার প্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। ঘরে থেকে সাহসিকতার সঙ্গে এই মহামারি মোকাবিলা করছেন এই লাক্স তারকা। এমনটাই জানান দিয়েছেন তিনি।

মেহজাবিন বলেন, সারাদেশ এখন স্থবির। সবাই উদ্বিগ্ন সময় পার করছেন। কিন্তু আমি একদমই উদ্বিগ্ন নই। বরং সাহসিকতার সঙ্গে মোকাবিলা করছি দিনগুলো। প্রতিদিন সকালে উঠছি এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। আর সে কারণে সবার উদ্দেশ্যে বলছি কঠিন এই দুর্যোগে কেউ ঘাবড়ে না গিয়ে ধৈর্য্য ধরুন। অবশ্যই সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ক্ষমা করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ হারুন ১২ এপ্রিল, ২০২০, ৯:৩০ পিএম says : 0
ধন্যবাদ আপু ঘরে বসেই আল্লাহ জিকির করি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন