মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রচার চাই না, আশীর্বাদ টুকুই আমার প্রাপ্য - শ্রাবন্তী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৯:৩৯ পিএম

করোনায় সারা বিশ্ব থমকে গেছে। ভারতেও চলছে ২১ দিনের জনতা কারফিউ। লকডাউনে বন্ধ হয়েছে সব দোকান-পাট ও অফিস আদালত। এ অবস্থায় দেশটির নিম্ন আয়ের মানুষেরা দুশ্চিন্তায় দিন পার করছেন। ইতোমধ্যে তাদের সহায়তায় এগিয়ে এসেছেন সম্পদশালীরা। এই তালিকায় যুক্ত হয়েছেন টলিগঞ্জের প্রথম সারির তারকারাও।

সম্প্রতি জানা গিয়েছে বেশ কয়েকদিন আগেই সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন শ্রাবন্তী চট্রোপাধ্যায়। কিন্তু সেটা জানতে পারেননি কেউ। কারণ দুস্থদের সাহায্য করে সেটির পাবলিসিটি একদমই পছন্দ নয় ‘চ্যাম্পিয়ান’ খ্যাত এই অভিনেত্রীর। আর তাইতো অন্যসব তারকাদের মতো সাহায্য করে সেটার ভিডিও বা ছবি সামাজিক যোমাযোগের মাধ্যমগুলোতে আপলোড করেননি তিনি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে শ্রাবন্তী বলেছেন, আমি আমার মতো চেষ্টা করছি, যতটুকু করা যায়। কলকাতা পুলিশের সাহায্য নিয়ে কিছু নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এক বৃদ্ধ খুশি হয়ে প্রাণ খুলে আশীর্বাদ করেছেন। এসব ছবি আমি কোথাও শেয়ার করিনি। আমি প্রচার চাই না, আশীর্বাদ টুকুই আমার প্রাপ্য।

এদিকে করোনায় ঘরবন্দি সময় কিভাবে কাটছে এই অভিনেত্রীর জানতে চাইলে শ্রাবন্তী বলেন, আমি যতটা সম্ভব পজিটিভ থাকার চেষ্টা করছি। জীবন একটাই, সেটাকে দুঃখ করে, আক্ষেপ করে শেষ করে দিলে চলবে না। পরিবারের সাথে আনন্দঘন সময় পার করছি। প্রতিদিন প্রার্থনা করছি যাতে তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন