বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঢাকার কেরানীগঞ্জ থেকে কুড়িগ্রামের কচাকাটায় আসা ৬২ শ্রমিক প্রাতিষ্ঠানিক কোরেন্টাইনে

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৫:৩৯ পিএম

ঢাকার কেরানীগঞ্জ থেকে কুড়িগ্রামের কচাকাটায় আসা ৬২ শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম ধরলার পাড়ে ট্রাকে করে আসার সময় পুলিশ তাদেরকে আটক করে। পরে পুলিশ পাহাড়ায় নাগেশ্বরী থানা ও ভূরুঙ্গামারী হয়ে কচাকাটা থানায় আনা হয়। 

পরে তাদেরকে কচাকাটা উচ্চ বিদ্যালয় ভবনে আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়।
এ সময় কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, সহকারি পুলিশ সুপার শওকত আলী উপস্থিত ছিলেন।
কোয়রেন্টাইনে থাকা এসব ব্যাক্তিরা কচাকাটা থানার কেদার এবং কচাকাটা ইউনিয়নের বাসিন্দা। এদের মাঝে তিনজন নারী এবং দুইজন শিশু রয়েছে।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী-কচাকাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শওকত আলী জানান, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগীতায় কেরানীগঞ্জ ফেরত ৬২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কেন না এদের মাঝে যদি কারো শরীরে করোনা ভাইরাস থাকে তাহলে তার মাধ্যমে গ্রামাঞ্চলেও করোনা ছড়িয়ে পড়তে পারে। এজন্যই তাদেরকে বিদ্যালয় ভবনে ১৪ দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন