শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহিলা

১ বছর থেকে ৩ বছরের শিশুর পরিপূরক খাবার

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শিশুর জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই। মায়ের দুধের কার্যকারিতা শিশুর ক্ষেত্রে ১০০%। তবে শিশুর দেহে রক্ত বাড়ানোর জন্য ও সঠিক বিকাশের জন্য দুধের পাশাপাশি অন্যান্য খাবার দেয়া হয়। একে পরিপূরক খাদ্য বলে। পরিপূরক খাদ্য খেলে শিশু ভালো স্বাস্থ্যের অধিকারী হয়। নিম্নে ১ বছর থেকে ৩ বছরের শিশুর জন্য পরিপূরক খাবারের তালিকা দেয়া হল : 

উপাদান পরিমাণ ভাত, পিঠা, মুড়ি, চিড়া। ২ ছটাক রুটি, বিস্কুট (আটার) । ১ ছটাক ডাল, চাল মিশানো খিচুড়ি। ১ থেকে ১১/১২ ছটাক শাক, আলু, পটল, মিষ্টি কুমড়া। আন্দাজমত/পরিমাণমত গাজর থেকে নিরামিষ, মাছ অথবা মাংসের তরকারি। ১/২ ছটাক পায়েস, দুধ, রুটি, সুজি রান্না পরিমাণমত ফল ১টা টমেটোর রস, পেয়ারা, কুল অথবা বাতাবি লেবুর রস।
য় সুলতানা রহমান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
ফাহাদ হুসসাইন ৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৬ পিএম says : 0
thanks a lot
Total Reply(0)
মোহাম্মদ মশিউর রহমান ১ অক্টোবর, ২০১৯, ১১:০৭ পিএম says : 0
এটা কি ধরনের পরামর্শ
Total Reply(0)
জান্নাতুল ফেরদৌস ৩০ এপ্রিল, ২০২০, ৯:২৭ পিএম says : 0
আমার বাচ্চার বয়স ২১মাস দুধ কত পরিমান খাবে প্রতিদিন
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন