শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিলা

বৈশাখে কাকুর কিচেনে ২০০ টাকায় কাপল প্যাকেজ

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীর ভোজন বিলাসি কাপলদের জন্য কাকুর কিচেন নিয়ে এসেছে ২০০ টাকায় চাইনিজ কাপল প্যাকেজ। চার ধরনের কাপল প্যাকেজের সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্যাকেজ-১ এ রয়েছে ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড চিকেন ও ভেজিটেবল, প্যাকেজ-২ এ রয়েছে ফ্রাইড রাইসের সাথে চিকেন মাসালা ও ভেজিটেবল, প্যাকেজ-৩ এ রয়েছে ফ্রাইড রাইসের সাথে বিফ চিলি ও ভেজিটেবল এবং প্যাকেজ-৪ এ রয়েছে ফ্রাইড রাইসের সাথে প্রাউন চিলি অনিয়ন ও ভেজিটেবল। মূলত স্টুডেন্টসহ সব ধরনের গ্রাহকের কথা মাথায় রেখে এই সাশ্রয়ী প্যাকেজ নিয়ে এসেছে কাকুর কিচেন। প্রতিষ্ঠানটি খোলা থাকে প্রতিদিন দুপুর ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এছাড়াও কাকুর কিচেনের নিয়মিত আয়োজনে থাকছে স্বাদের দম বিরিয়ানি, দম তেহারি আর দম মোরগ পোলাও। তেহারি, বোরহানি ছাড়াও রয়েছে চিকেন জালি কাবাব, বিফ জালি কাবাব ও সুস্বাদু আচার। বিস্তারিত জানতে: ০১৭২২ ২৩২২২৬। ফেসবুক পেজ : িি.িভধপবনড়ড়শ.পড়স/শধশঁৎশরঃপযবহ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন