গতকাল দুপুর সাড়ে ১২টায় খাদ্যের দাবিতে নৃতাত্তি¡ক জনগোষ্ঠি’র সম্প্রদায়সহ স্থানীয় লোকজন দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে। সদর উপজেলার উত্তরগোবিন্দপুর এলাকায় সড়ক অবরোধকালে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় জনপ্রতিনিধিরা স্থানীয় সাধারণ জনগোষ্ঠীর অনেককেই ত্রাণ দেয়া হয়েছে বলে চিহ্নিত করলে তারা চলে গেলেও নৃতাত্তি্বক জনগোষ্ঠীর সদস্যরা বিক্ষোভ করতে থাকে।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী’র সদস্যরা ঘটনাস্থলে যায়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকফুরুল হাসান আব্বাসী বিক্ষুদ্ধ লোকজনকে যারা যারা সরকারি সহায়তা পাননি তাদের নামের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন স্থানীয় জনপ্রতিনিধিদের। তালিকা অনুযায়ী ত্রাণ পৌঁছে দেয়া হবে জানালে তারা অবরোধ তুলে নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন