সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সমস্যায় আছেন কাঙ্গালিনী সুফিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

করোনা পরিস্থিতিতে কঠিন বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন বাউল সংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। ফুরিয়ে গেছে তার ঘরের খাবার ও ওষুধ কেনার টাকা। বর্তমানে কুষ্টিয়াতে আছেন কাঙ্গালিনী সুফিয়া। লালন সাঁইজীর আখড়ায় গান গাইতে গিয়ে কুষ্টিয়াতে আটকা পড়েছেন তিনি। তিনি জানান, ‘অনেক অভাবের মধ্যে দিন কাটছে। একমাস আগে কুষ্টিয়ার ডিসি অফিস থেকে ১০ কেজি চাল ও ১ কেজি আলু পেয়েছিলাম। সেটা ফুরিয়ে গেছে। এক মাস ধরে ওষুধ কেনার টাকাও নেই। কেউ খোঁজও নেয় না। আমাকে বাঁচান ভাই। আমার ওষুধ কেনার ব্যবস্থা করে দেন। কয়দিন পর তো না খেয়ে মরার অবস্থা হবে।’ উল্লখ্য,কাঙ্গালিনী সুফিয়া ১৯৬১ সালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। গান রচনা করেছেন প্রায় ৫০০টি। তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে কোনবা পথে নিতাইগঞ্জে যাই, পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, নারীর কাছে কেউ যায় না, আমার ভাঁটি গাঙের নাইয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন