শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইউএনও অফিস ঘেরাও

ত্রাণের দাবি :

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাবারের দাবিতে উপজেলার কয়েকটি ইউনিয়নে নারী-পুরুষ ও শিশুসহ অসখ্য মানুষ উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয় ঘেরাও করে কয়েক ঘন্টাব্যাপী অবস্থান নেয়। এ সময় তারা ত্রাণের দাবিতে ‘আর কত থাকব উপবাস, খাবার দে’ স্লােগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ভুক্তভোগীরা জানান, উপজেলার সৈয়দ টোলা, ব্যাপারী পাড়াসহ কয়েকটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা তাদেরকে সরকারি ত্রাণ দেয়ার কথা থাকলেও তারা তা পাননি। এতে চলমান সঙ্কটে কর্মহীন এসব মানুষ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বাধ্য হয়েই মঙ্গলবার দুপুরে তারা এই কর্মসূচি পালন করে। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা বিক্ষুব্ধদের ত্রাণের আশ্বাস দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেন নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন