শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফুলপুরে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পৌরসভার চাল বিতরণ

ফুলপুর(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ২:১৯ পিএম

ময়মনসিংহের ফুলপুরে করোনা ভাইরাসের প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষের মাঝে ফুলপুর পৌরসভার চাল বিতরণ কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে আজ বুধবার ফুলপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩শ অতিদরিদ্র, অসহায় সুবিধাবঞ্চিত কর্মহীন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

পৌরসভার চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ফুলপুর পৌরসভার মেয়র মোঃ আমিনুল হক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ হুমায়ুন কবীর মিলন, কাউন্সিলর শফিকুল ইসলাম, মোশারফ হোসেন, বেগম ফেরদৌসী সহ সকল কাউন্সিলর, হেলডস ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক তাসফিক হক নাফিও ও সেচ্ছাসেবক বৃন্দ। সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ করা হয়। উদ্বোধনের পর পৌর মেয়র মোঃ আমিনুল হকের নেতৃত্বে সকল কাউন্সিলরবৃন্দ অতিদরিদ্র, অসহায় সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ কেজি করে চাল পৌছে দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন