শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তদারকিতে বিএনপির চার প্রস্তাব

খুলনায় নিত্যপণ্যের বাজার

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। মহানগর বিএনপির সহ দফতর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রমজান উপকরণ যেমন ছোলা, চিড়া, মুড়ি, খেসারি ডাল, চিনির মূল্য হু হু করে বাড়ছে। সরকার বলছে পর্যাপ্ত মজুত আছে, জনমনে প্রশ্ন তাহলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ কি? করোনাভাইরাসে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, জীবন-জীবিকা থমকে গেছে। ত্রাণের অপেক্ষায় মানুষ, মিলছে না ত্রাণ। সীমিত ত্রাণ বন্টন-দলীয়করণ ও একই ব্যক্তি একাধিক তালিকায়। ১০ টাকায় ওএমএস চাল বিক্রির কার্ড তৈরিতে চলছে দীর্ঘ কালক্ষেপন।

বিবৃতিতে নেতৃবৃন্দ সরকার ও প্রশাসনকে কর্মপরিকল্পনা তৈরি করে বহুমুখী কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন। সেক্ষেত্রে বিএনপি মনে করে- পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রুত পৃথক কমিটি গঠন করে বাজার তদারকির ব্যবস্থা করা, টিসিবির সক্ষমতা বাড়িয়ে বেশি পণ্য বিক্রয়ের ব্যবস্থা করা, দেশের বড় বড় আমদানিকারকদের আমদানিকৃত পণ্য বিক্রয় মনিটরিং করা, ১০ টাকার ওএমএস চাল বিক্রয় প্রক্রিয়া সহজ করে পূর্বের ন্যায় নিম্ন আয়ের মানুষের এলাকায় খোলা বাজারে বিক্রয়ের ব্যবস্থা করা। বিবৃতিদাতারা হলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন