রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অভিবাসী শ্রমিকদের জন্য তামান্নার ৫০ টন খাদ্য সহায়তা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১২:৫৫ পিএম

করোনা প্রাদুর্ভাবে দেশে দেশে চলছে লকডাউন। যার ফলে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও শ্রমজীবী মানুষগুলো। পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছে অভিবাসী শ্রমিকরাও। সেসব মানুষের পাশে দাঁড়ালেন ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। কর্মহীন হয়ে পড়া অভিবাসী শ্রমিকদের সাহায্যে ৫০ টনেরও বেশি খাদ্যপণ্য সরবরাহ করেছেন তিনি।

তামান্নাকে ত্রাণ বিতরণে সহযোগিতা করেছে লেটস অল হেল্প নামের একটি এনজিও। মুম্বাইয়ের বস্তি, আশ্রয়কেন্দ্র ও বৃদ্ধাশ্রমের ১০ হাজারেরও বেশি মানুষের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হবে বলে জানা যায়।

তামান্না বলেন, ‘করোনা প্রকোপ লাখ লাখ মানুষের জীবনে দুঃসহ প্রভাব ফেলেছে। হাজার হাজার দিনমজুর ও অভিবাসী শ্রমিকের কথা ভাবুন, যারা জীবিকা নির্বাহের পথ হারিয়ে ফেলেছে। এত দীর্ঘ সময় ধরে কর্মহীন থাকার কারণে নিজের ও পরিবারের হাল ধরে রাখা তাদের জন্য খুব কঠিন। তাই লেটস অল হেলপ ও আমি প্রতিজ্ঞা করেছি, লকডাউনে যেন কাউকে ক্ষুধা নিয়ে না ঘুমাতে হয়।’

সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধ হয়ে উদারভাবে অনুদান দেওয়ার আহ্বান জানান এ অভিনেত্রী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন