রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কর্মীদের ৩ মাসের বেতন পরিশোধ, সাহায্য চালিয়ে যাওয়ার ঘোষণা অভিনেতার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ৭:০২ পিএম

লকডাউনের জেরে দেশের অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এ অবস্থাও দিনমজুর ও কর্মহীন মানুষকে সাহায্য করে যাবেন বলে ঘোষণা দেন ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ। দিন দিন অবনতি ঘটছে অর্থনৈতিক ব্যবস্থার। আবার এই অর্থসংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে কাজে ফিরতেন পারবেন। আর এই কঠিন সময়ে দুঃস্থদের সাহায্য বন্ধ করবেন না বলে সাফ জানিয়ে দিলেন অভিনেতা।

জানা গেছে, প্রকাশ রাজ ফাউন্ডেশনের প্রত্যেক কর্মীকে মে মাসে পর্যন্ত সমস্ত বেতন দিয়েছেন। কঠিন সময়ে যাতে তার কর্মীরা কেউ অসুবিধার মধ্যে না পড়েন, তার জন্যই তাদের আগাম বেতন দিয়েছেন তিনি। কর্মীদের তিনমাসের বেতনের পাশাপাশি অসহায় মানুষগুলকেও সাহায্য করে যাচ্ছেন তিনি। এর জন্য ক্রমশই তার অর্থনৈতিক অবস্থারও অবনতি ঘটছে কিন্তু তবুও তিনি যাদের এইমূর্হুতে লকডাউনের জেরে রোজগার বন্ধ তাদের সাহায্য করা কখনই বন্ধ করবে না।

প্রকাশ রাজ জানান, সুস্থ থাকলে, পরিস্থিতি স্বাভাবিক হলে, তিনি আবার রোজগার করতে পারবেন। প্রয়োজন পড়লে লোন নেবেন কিন্তু অসহায় মানুষদের সাহায্য করা একেবারেই বন্ধ করবেন না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন