শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অটিজম পরিবারে মেয়র নাছিরের উপহার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

নগরীর বিশেষ শিশুদের (অটিজম) শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অস্বচ্ছল ও কর্মহীন ১৮০ পরিবারকে উপহার সামগ্রী দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বৃহস্পতিবার সিটি কর্পোরেশন ভবনে ব্যক্তিগত তহবিল থেকে তিনি ভোগ্যপণ্যসহ এসব উপহার তুলে দেন। এ সময় মেয়র বলেন, অটিজম আক্রান্তরা আমাদের পরিবার তথা সমাজের সদস্য। তাদের সফল ও কর্মক্ষম ব্যক্তিতে পরিণত করতে বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের ‘শুভেচ্ছা দূত’ ড. সায়মা ওয়াজেদ প্রথম বাংলাদেশী হিসেবে কাজ শুরু করেছিলেন। আজ সমাজ ও রাষ্ট্রে অটিজম আক্রান্তরা প্রতিষ্ঠিত।
মেয়র বলেন, আমরা যদি বিশেষ শিশুদের খাদ্যের জোগান দিতে পারি তাহলে তারা ঘরে থেকে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এসময় প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি মাহবুব খান, নাজিম উদ্দিন, চুমকি চক্রবর্তী, মনিষা সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন