শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় ভবন উদ্বোধন

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ফলক উন্মোচন, কেক ও ফিতা কেটে বিদ্যালয়টির ভবনের উদ্বোধন করেন।
৬ লাখ টাকা ব্যয়ে ভবনের নির্মাণ করা হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে আ.লীগের এ বর্ষিয়ান নেতাকে সংবর্ধনা দেয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষকরা তার হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী, প্রতিবন্ধী উন্নয় সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল
রহমান জসিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন