শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

ঢাকা দক্ষিণ আ.লীগ সভাপতির খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ৪:২৬ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং করোনাভাইরাসের জন্য কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি।

আজ শুক্রবার সকাল থেকে ৩৮ এবং ৪১ নং ওয়ার্ডের নবাবপুর রোড, শসিমহান বসাক লেইন, ধোলাইখাল, ওয়ারী, জয়কালি মন্দির, সানাই কমিউনিটি সেন্টার, লালমনি স্টিট এলাকায় একহাজার থেকে প্রায় একহাজার দুইশত মানুষের মাঝে ইফতার ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এছাড়া নিজ বাসভবনে নিম্ন আয়ের মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় ত্যেককে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ১/২ লিটার তেল, ১ কেজি পিয়াজ দেয়া হয়।

এ বিষয়ে আবু আহমেদ মন্নাফি বলেন, আমরা তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী। সাধারণ অসহায় মানুষদের দুঃখ কষ্ট দেখলে নিজেকে সামলাতে পারিনা। তাই প্রতিদিনই নিম্ন আয়ের মানুষদের সহযোগীতা করছি। আমার মহানগরের অন্তর্গত প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর ও দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছি অসহায় মানুষ ও অসচ্ছল কর্মীদের পাশে দাড়ানোর জন্য।

মন্নাফি আরো জানান, পুরো মাসই অসহায়দের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে। আগামীকাল ট্রাকে করে সবজি বিতরণ করা হবে। একেকদিন ভিন্ন ভিন্ন উপকরণ দিয়ে গরীব দুঃখীদের পাশে থাকবে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন