শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট ইউনিটের খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ৩:৩২ পিএম

‘আত্ম মানবতার সেবায় রেড ক্রিসেন্ট’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, সদস্য এস.এম শওকত হোসেন, শেখ হারুন উর রশিদ, মকসুমুল হাকিম, জ্যোৎ¯œা আরা, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলা ও পৌরসভার ১০০ জন কর্মহীন অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে আরো ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তারা।
ইসলাম, মো.কামরুজ্জামান মিন্টু, হাবিবুর রহমান বাহাদুর মো.ফজলুল হক খান, মো.মসিউজ্জামান সেন্টু , শহিদুল ইসলাম প্রমূখ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন