নোভেল করোনাভাইরাসের কারণে ভোলার দৌলতখানে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। আয়-রোজগার নেই । অনেকের ঘরে খাবার নেই। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ আই। গতকাল বিকালে সংগঠনটির উদ্যোগে অসহায় মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, সয়াবিন তেল ও পেয়াজ, স্যালাইন ও সাবান। গ্রীণ আই’র সভাপতি ইসহাক নোমান বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে মানুষ ঘরের বাহিরে যেতে পারছে না। অসহায় এসব মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। সংগঠনটির ২০ জন সদস্য রয়েছে। এরা সবাই স্টুডেন্ট। আমরা যৌথভাবে এ উদ্যোগ নিয়েছি। চাইলে বিত্তবানরাও এই সংগঠনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করতে পারবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন