শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে ওসমানীর ৮০জন ইন্টার্ন চিকিৎসক কোয়ারেন্টিনে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ৪:৩৯ পিএম

এক ইন্টার্ন চিকিৎসক করোনায় আক্রান্তের ঘটনায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ জন চিকিৎসক এখন কোয়ারেন্টিনে। এদের সকলেই ইন্টার্ন চিকিৎসক। তাদের সবরকম খরচ বহন করছে হাসপাতাল কর্তৃপক্ষ, এমন তথ্য জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। ওই ইন্টার্ন চিকিৎসক এমবিবিএস পরীক্ষা দিয়ে চলে গিয়েছিলেন তার বাড়ি গাজীপুরে। সম্প্রতি ওসমানী হাসপাতালে যোগদানের জন্য আসেন তিনি। সিলেটে আসার পর করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ নিশ্চিত হলে, হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হোস্টেলে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে তাকে। একই সাথে তার সংস্পর্শে আসা ৮০ জন ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের সকলের খাবার থেকে শুরু করে যাবতীয় কিছু সরকারি ভাবে বহন করা হচ্ছে। এদিকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের স্টোর কিপারের করোনা শনাক্তের পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সাথে তার পরিবারের সকলকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার আওতায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান ডা. হিমাংশু লাল রায়। আক্রান্ত এ স্টোর কিপার নগরীর জিন্দাবাজারস্থ কাজী ইলিয়াস এলাকার বাসিন্দা। এর আগে বুধবার (২২ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে টেস্টে করে সিলেটের ওই চিকিৎসক ও শহীদ শামসুদ্দিন হাসপাতালের একজন স্টোর কিপারসহ সিলেট বিভাগে মিলে মোট ১৩ জনের করোনা শনাক্ত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন