ফটিকছড়ি’র ২৭ কওমী মাদ্রাসায় সরকার প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (৩ মে) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক বিতরণ করা হয়।
জানা যায়, প্রধানমন্ত্রী সদয় হয়ে সারা দেশের ন্যায় ফটিকছড়ি’র ২৭টি কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য নিজ ত্রাণ কল্যাণ তহবিল হতে ৪ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নির্দেশে রবিবার (৩ মে) বিকেলে বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানদের মাঝে বিতরণ করেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা প্রমূখ।
সহায়তাপ্রাপ্ত মাদ্রাসা সমূহ হচ্ছে- আল জামিয়াতুল ইসলামিয়া আজিজিয়া আজাদী বাজার ২০ হাজার টাকা, ধর্মপুর এমদাদুল উলুম মাদ্রাসা ২০ হাজার টাকা, ধর্মপুর আছমা বিনতে আবু বকর মহিলা মাদ্রাসা ২০ হাজার টাকা, কাঞ্চননগর খাদেমুল ইসলাম মাদ্রাসা ২০ হাজার টাকা, আল জামিয়াতুল আহলিয়া এমদাদুল ইসলাম চুরখাঁহাট মাদ্রাসা ২০ হাজার টাকা, সুয়াবিল নোয়াপাড়া দারুন্নাজাত মাদ্রাসা ২০ হাজার টাকা, সুয়াবিল জমিরিয়া হুসাইনিয়া তাবলিগুল উলুম নুরানী মাদ্রাসা ২০ হাজার টাকা, শাহনগর মদিনাতুল উলুম মাদ্রাসা ১৫ হাজার টাকা, শাহনগর তাজবিদুল উলুম মাদ্রাসা ১০ হাজার টাকা, লেলাং মোহাম্মদদীয়া ইসলামিয়া মাদ্রাসা ১০ হাজার টাকা, শাহনগর দারুল উলুম মাদ্রাসা ২০ হাজার টাকা, পূর্ব ভূজপুর তালুকদার পাড়া উম্মুল কোরা মাদ্রাসা ২০ হাজার টাকা, ভূজপুর আমতলী রহমানিয়া মাদ্রাসা ১৫ হাজার টাকা, পূর্ব ভূজপুর শরীয়তুল উলুম মাদ্রাসা ২০ হাজার টাকা, ভূজপুর রঙ্গিপাড়া উম্মুল কোরা মাদ্রাসা ২০ হাজার টাকা, পূর্ব কৈয়া আল হিকমা ইসলামিয়া মাদ্রাসা ১০ হাজার টাকা, ইদিলপুর তাজবিদুল কোরআন মাদ্রাসা ১৫ হাজার টাকা, আজিমপুর কাজী বাড়ী মাদ্রাসা ১০ হাজার টাকা, পশ্চিম ভূজপুর ইসলামিয়া বাজার মাদ্রাসা ১৫ হাজার টাকা, পশ্চিম ভূজপুর আল মা’হাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসা ১৫ হাজার টাকা, পশ্চিম কৈয়া আশরাফুল উলুম মাদ্রাসা ১০ হাজার টাকা, ভূজপুর কৈয়া সোলতানিয়া মাদ্রাসা ১০ হাজার টাকা, ধুরুং হেদায়েতুল ইসলাম মাদ্রাসা ১৫ হাজার টাকা, ফটিকছড়ি তালিমুদ্দীন মাদ্রাসা ২০ হাজার টাকা, ইমামনগর সারকাজুদ্দাওয়া মাদ্রাসা ২০ হাজার টাকা, দৌলতপুর দারুচ্ছালাম মাদ্রাসা ১৫ হাজার টাকা, নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা ২০ হাজার টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন