রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া রপ্তানিমুখী অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং ও অন্তিম নীট কম্পোজিট কারখানা ফের চালু করেছেন কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সাধারণ শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন। এর আগে, বিভিন্ন অভিযোগে ৩৭৪ জন উচ্ছৃঙ্খল শ্রমিককে ছাঁটাই করে মালিকপক্ষ। কারখানা চালু হওয়ার পর ছাঁটাইকৃত শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সমাঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, গত ১৭ জুলাই উপজেলার বরপা এলাকার রপ্তানিমুখী অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং ও অন্তিম নীট কম্পোজিট কারখানাটি কিছু শ্রমিকদের উচ্ছৃঙ্খলতার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এছাড়া ৩৭৪ জন উচ্ছৃঙ্খল শ্রমিককে ছাঁটাই করা হয়। ওই দিনই শ্রমিকরা তাদের দাবি আদায়ে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আন্দোলন করেছিল। অবশেষে সাধারণ শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার থেকে কারখানার সকল কার্যক্রম শুরু হয়েছে। কারখানা চালু হওয়ার পরই উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় ছাঁটাইকৃত শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকরা সব ধরনের উচ্ছৃঙ্খলতা ও নাশকতা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। বৈঠকের এক পর্যায় কিছু শ্রমিক সমাধানের চেষ্টা না করে বেঠক থেকে বেরিয়ে যায়। বৈঠকে কোন সুষ্ঠু সমাধান না হওয়ায় আজ শুক্রবার বিকেলে আবারো বৈঠক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক এম আলী আকবর বলেন, শুক্রবার বিকেলের বৈঠকে সুষ্ঠু সমাধান হলে ছাঁটাইকৃত শ্রমিকদের পূর্ণ নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া শান্তিপূর্ণভাবে কারখানার কার্যক্রম চালু করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন