শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গ্রেট গ্র্যান্ড মাস্তি

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সেই তিন মাস্তি-বন্ধু এখনও প্রায় আগের মতই আছে। এখনও তারা ফুর্তিবাজ, ভোগপরায়ণ আর যথেচ্ছাচারী। তবে অবস্থা এখন কিছুটা হলেও বদলেছে। এখন তারা বিবাহিত। বিবাহিত বলে জীবন যেমন বদলাবার কথা ছিল তেমন বদলায়নি। অমর সাক্সেনা (রিতেশ দেশমুখ) বিয়ে করেছে স্বপ্নাকে (পূজা বোস), মিত মেহতার (বিবেক ওবেরয়) স্ত্রী রেখা (মিষ্টি) আর নিশা (শ্রদ্ধা দাশ) হল প্রেম চাওলার (আফতাব শিবদাসানি) সহধর্মিণী। একজন আধুনিক মানুষ একজন স্ত্রীর কাছে যা প্রত্যাশা করতে পারে এই তিনজনের স্ত্রীদের মধ্যে তার কোনও কম-কমতি নেই; এর বাইরে প্রেমের জন্য আছে তার শালী (কঙ্গনা শর্মা)। এরপরও এই তিনজন তাদের জীবন নিয়ে সন্তুষ্ট নয়। দাম্পত্য জীবনে তারা যেন কী পাচ্ছে না। একবারে হতাশ হয়ে পড়েছে তারা। এসময় এই হতাশা কাটাবার সুযোগ আসে তাদের। তিনজন মিলে ছুটি কাটাতে তারা যায় অমরের গ্রামের বাড়ি দুধওয়াড়িতে। প্রাথমিক মিশন হল অমরের পৈত্রিক বাড়ি বিক্রি করা, তবে সবার মনে গোপন ইচ্ছা সেখানে গিয়ে গাঁয়ের সরল মেয়েদের পটাবে। পেয়েও যায় তারা রাগিণীকে (উর্বশী রৌতেলা)। তারা যেমন আশা করেছিল ঠিক তেমন এই মেয়েটি। তবে তারা যা ভেবেছে তা কিন্তু নয়। রাগিণী যে একদিন তাদের দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে তারা তা ভাবতেই পারেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন