শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বড় ভাইয়ের হাতে খুন

হবিগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০১ এএম

হবিগঞ্জের মাধবপুরে লেট্রিন নির্মাণকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই মুফতি আব্দুল আহাদ খুন হয়েছেন। উপজেলার বহরা ইউনিয়নের মেরাসানী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, মাধবপুর উপজেলার মেরাশানী গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে মুফতি আব্দুল আহাদ (৩৫) গত শনিবার বেলা ২ টার দিকে পৈত্রিক বসতভিটায় একটি লেট্রিন তৈরি করতে যান। এসময় বড় ভাই ঈদন মিয়ার (৪০) সঙ্গে বাদানুবাদ হয়। একপর্যায়ে ঈদন মিয়া দা দিয়ে আঘাত করলে আব্দুল আহাদ গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় আব্দুল আহাদকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরে বি-বাড়িয়া সদর হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন