নগরীর পতেঙ্গায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের বুধবার শুকনো খাবার, বোতলজাত পানি, মোমবাতি, দিয়াশলাই ও জরুরি ওষুধ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তার আগে মহাবিপদ সংকেত ঘোষণার পর নগরীর উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ তদারক করেন তিনি।
এসময় তিনি মাইকিং করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি পতেঙ্গা সমুদ্র সৈকত, পতেঙ্গার আশপাশ এলাকা, হালিশহর এলাকার আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
আশ্রয়কেন্দ্রে করোনাভাইরাস সংক্রমণ এড়িয়ে চলতে সামাজিক বা শারীরিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন মেয়র।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন