মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৮০ কিমি হেঁটে বরের বাড়িতে তরুণী!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ১২:২২ পিএম

করোনাভাইরাসের কারণে বদলে গেছে বিভিন্ন দেশের নিয়মকানুন। এ সময়ে ঘটছেও অনেক বিচিত্র ঘটনা।

বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। কিন্তু লকডাউনের কারণে তা স্থগিত হয়ে যায়। অবশেষে করোনা পরিস্থিতির মধ্যেই ৮০ কিমি হেঁটে বরের বাড়িতে পৌঁছলেন কনে। এক হলো চার হাত।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশের ২০ বছরের এক তরুণী লকডাউনের মধ্যে ৮০ কিমি হেঁটে কানপুর থেকে কনৌজ গিয়ে বিয়ে করেছেন।

৪ মে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে বিয়ে স্থগিত হয়ে যায়। তবে বিয়ে আটকে গেলেও পাত্র ২৩ বছরের বীরেন্দ্র কুমারের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ ছিল ২০ বছরের গোল্ডির।


লকডাউন ঘোষণার পর তাদের বিয়ে দুবার ভেস্তে যাওয়ায় দুজনেই বেশ বিষণ্ণ হয়ে পড়েন।

অবশেষে গত বুধবার বিকালে কানপুরের লক্ষণপুর তিলক গ্রামের গোল্ডি সিদ্ধান্ত নেন তিনি কনৌজের বৈশ্যপুরে বীরেন্দ্রদের বাড়ি হেঁটেই যাবেন।

গোল্ডির আসার খবর পেয়েই বীরেন্দ্রর বাড়িতে সাজো সাজো রব পড়ে যায়। তবে সামাজিক দূরত্বের নিয়ম মেনে স্থানীয় এক মন্দিরেই সম্পন্ন হয় বিয়ে তাদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন