বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনাভাইরাস সংক্রমণের নতুন কেন্দ্র এখন লাতিন আমেরিকা। অথচ অঞ্চলটির অন্যতম বৃহৎ দেশ আর্জেন্টিনার শত শত মানুষ দেশজুড়ে রাস্তায় নেমে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের জারি করা লকডাউন বিরোধী বিক্ষোভ করছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে নানা স্থানে দেশটির মানুষ রাস্তায় নেমে লকডাউন বিরোধী বিক্ষোভ করছেন। সরকারি কর্মকর্তাদের প্রতি তাদের দাবি দুই মাস আগে করোনার বিস্তার ঠেকাতে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা তুলে নেওয়া হোক। রাজধানী বুয়েন্স আয়ার্সসহ দেশটির অন্যান্য শহরের এসব বিক্ষোভকারী প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের বিরুদ্ধে অভিযোগ তুলে বলছেন, তিনি স্বৈরশাসকের মতো আচরণ
করছেন। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন