তিব্বতে ভারতের সঙ্গে যৌথ সীমান্তে সামরিক মহড়া চালিয়েছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, চীনের উত্তর-প‚র্বাঞ্চলীয় সীমান্ত এলাকা তিব্বতে অনুষ্ঠিত ওই মহড়ায় ড্রোন, যুদ্ধাস্ত্র এবং সেনাবাহিনীর প্রস্তুতির সরঞ্জাম বিস্ফোরক সামগ্রি ব্যবহার করা হয়েছে। এমন সময় তিব্বতে এই মহড়া অনুষ্ঠিত হলো যখন চীন এবং ভারতীয় বাহিনীর মধ্যে স¤প্রতি ব্যাপক সংঘর্ষের খবর গণমাধ্যমে প্রচারিত হয়েছে। চীন ও ভারত ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত বহুবার সীমান্ত বিরোধ নিষ্পত্তি নিয়ে বৈঠক করেছে। এখন পর্যন্ত সেইসব আলোচনা চ‚ড়ান্তভাবে সফল হয়নি। চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত হিসেবে মনে করে এবং ওই অঞ্চলকে নিজেদের ভ‚খÐ হিসেবে দাবি করলেও নয়াদিল্লি তা মেনে নেয়নি। ওই অঞ্চলের যে নব্বুই হাজার কিলোমিটার এলাকাকে চীন নিজেদের বলে দাবি করে ভারত তাকে নিজেদের অরুণাচল প্রদেশ বলে অভিহিত করে। সাউথ চায়না মর্নিং পোস্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন