তিব্বতে মার্কিন কূটনৈতিক দপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এই বিলের মাধ্যমে একটি আন্তর্জাতিক জোটও গড়ে তোলা হবে যেন চীনের হস্তক্ষেপ ছাড়াই শুধু তিব্বতের বৌদ্ধ সম্প্রদায় পরবর্তী দালাই লামা নিয়োগ দিতে পারেন। ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ খবর জানিয়েছে। তিব্বত নীতি ও সহযোগিতা আইন ২০২০ নামের এই বিলটি তিব্বত সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও বিধান পরিমার্জন ও পুনঃঅনুমোদন দিয়েছে। ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের করোনা ত্রাণ বিলের অংশ হিসেবে রবিবার এই বিলটিতেও স্বাক্ষর করেছেন ট্রাম্প। গত সপ্তাহে চীনের বিরোধিতা সত্তে¡ও বিলটির অনুমোদন দেয় মার্কিন সিনেট। এই আইনে তিব্বতি সম্প্রদায়কে সহযোগিতা করতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) সাহায্যের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া তিব্বতের রাজধানী লাসায় মার্কিন কূটনৈতিক দপ্তর প্রতিষ্ঠার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে চীনের নতুন কূটনৈতিক দপ্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিলটি তিব্বত ইস্যুর জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ সমন্বয় দপ্তরকে অনুমোদন দিয়েছে। এছাড়া এই দপ্তরের কাজের পরিধিও বৃদ্ধি করা হয়েছে যার মধ্যে রয়েছে- চীনের হস্তক্ষেপ ছাড়া কেবল তিব্বতের বৌদ্ধ সম্প্রদায়ের মাধ্যমে পরবর্তী দালাই লামা নিয়োগের জন্য আন্তর্জাতিক জোট গড়ে তোলা। ১৪তম দালাই লামার উত্তরস‚রী ১৫তম দালাই লামার নিয়োগে চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও কমিউনিস্ট দলের হস্তক্ষেপ রোধ করতেই এসব পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমান দালাই লামাকে চীনের ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে দেখে বেইজিং। তিব্বতে বিশেষ সমন্বয়ের জন্য এই বিলে প্রতিবছর ১০ লাখ মার্কিন ডলার বরাদ্দ রাখা হয়েছে। বিলে যেসব বিধিনিষেধ অনুমোদন পেয়েছে তার মধ্যে রয়েছে চীনা কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও। পিটিআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন