মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাপ্তাই কর্ণফুলী মুখবিটে বনদস্যুদের উৎপাত, ফাঁকাগুলি চালিয়ে সারঞ্জম উদ্বার

কাপ্তাই(রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ১২:১২ পিএম

কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের খালের মুখবিট এলাকায় বনদস্যুদের উৎপাত বৃদ্বি,ফাঁকা গুলি চালিয়ে গাছ কাটা সারঞ্জম উদ্বার। কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের খালের মুখ বিট এলাকায় বনদস্যুদের উৎপাত বৃদ্বি পেয়েছে। প্রতিনিয়ত দেশিও তৈরি সারঞ্জম নিয়ে দল বেঁধে গাছ কাটার জন্য হরহামেশে হানা দেয় বনদস্যুরা। খালের মুখ বিট অফিসার চন্দ্র শেখর জানান , তার নেতৃত্বে বিটের ১৯১৮সনের বাগানে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে দু’রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে চলতি সপ্তাহে গাছকাটা সারঞ্জম ৬টি বড় গেদু দা, ২টি করাত সহ বিবিধ জিনিস উদ্বার করা হয়। এদিকে বনদস্যুরা বন বিভাগের টহলরত লোকদের টের পেয়ে পালিয়ে যাব বলে বিট কর্মকর্তা উল্লেখ করেন। উদ্বার করা জিনিসের বিরুদ্বে বন মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন