তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইসলামি অর্থনীতিই চলমান অর্থনৈতিক সঙ্কট উত্তরণের একমাত্র উপায়। একইসাথে তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলকে ইসলামি অর্থনীতির কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। -ডেইলি সাবাহ
তিনি বলেন, বস্তুগত সম্পদের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও সবার জন্য সমান সুযোগের নীতি তৈরি সম্ভব নয়। রোববার (১৪ জুন) ইস্তাম্বুলে অনুষ্ঠিত ১২ তম আন্তর্জাতিক ইসলামি অর্থনীতি বিষয়ক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
প্রতিবেদনে বলা হয় , গত কয়েকদিন আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুসংবাদপ্রাপ্ত ঐতিহাসিক নগরী কনস্টন্টিনোপল ( ইস্তাম্বুল ) বিজয়কে উসমানী শাসকদের দখলদারিত্ব আখ্যা দিয়েছে মিসরের রাষ্ট্রীয় ইফতা বোর্ড ‘ মিসর দারুল ইফতা ’। আব্দেল ফাত্তাহ সিসির নেতৃত্বাধীন সরকারের মদদপুষ্ট ইফতা বিভাগটির এই মন্তব্যের পরে এরদোগানের নতুন এই ঘোষণা তার সমালোচকদের জন্য চপেটাঘাত মনে করছেন বিশ্লেষকরা ।
বিশ্লেষকদের অধিকাংশ এরদোগানের নতুন এই সিদ্ধান্তকে নব বিপ্লবের সূচনা আখ্যায়িত করে তা বাস্তবায়নে তার শুভ কামনা করেছেন ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন