বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা মহামারী। আর এই মহামারীর ফলে প্রকৃতি যেন হাঁফ ছেঁড়ে বেঁচেছে। সংক্রমণ এড়াতে যখন মানুষ ঘরে বন্দি, তখন প্রাণভরে তাজা শ্বাস নিচ্ছে অসুস্থ পৃথিবী। আর এই নিদারুণ দুর্দিনে করোনার বদৌলতে প্রায় প্রতিদিনই বিষ্ময়কর নানা ঘটনার সাক্ষী থাকছেন লোকজন।
সম্প্রতি মন ভালো করা একটি দারুণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ভিডিওতে দেখা গেছে, একটি সুন্দর সবুজ সুতোর মতো লিকলিকে লম্বা চিকন সাপ চুমুক দিয়ে পানি খাচ্ছে। তাও আবার মানুষের হাতের তালুর উপর।
সাপকে নিজের ত্রিসীমানার মধ্যে দেখলে যখন মানুষের দৌড়ে পালানো ছাড়া কোনো উপায় থাকে না। সেখানে এমন ভিডিও দেখে বিষ্ময় প্রকাশ না করে আর থাকতে পারেননি নেটপাড়ার সদস্যরা।
কেউ কেউ আবার এমন সুন্দর ভিডিও দেখার পর কমেন্টের মাধ্যমে নিজেদের উৎসাহ ব্যক্ত করেছেন। বলা যায় ভারতে লকডাউনের একঘেয়েমি দিনে মাঝেমধ্যে বন বিভাগের কর্মকর্তাদের শেয়ার করা এমন ভিডিও দেখলে মন ভালো হতে বাধ্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন