স্ট্রবেরি টিভি নামের একটি চ্যানেলের পৃষ্ঠপোষকতায় একটি খবর সারা ভারতের সোশাল মিডিয়াতে উন্মাদনা সৃষ্টি করে। জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর আট বছর বয়সী ছেলে অপহৃত হয়েছে। সারা ভারতের একদল মানুষ বিশ্বাস করে আর বাকিদের ধারণা সমাজের উঁচু শ্রেণির মানুষ এমন বিপত্তিতে পড়তে পারে না। প্রধান মন্ত্রীর দফতর অবশ্য খবরটির সত্যতা স্বীকার করা থেকে বিরত থাকে। বাস্তবতা হল আসলেই ছেলেটিকে কেউ উঠিয়ে নিয়ে গেছে। গুজবের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টারা আর গোয়েন্দা নচিকেত ভার্মা (জিমি শেরগিল) অপহরণকারীকে সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অক্লান্তভাবে। কিন্তু কে সে- সন্ত্রাসী? নকশালি? নাকি কোনও মাফিয়া দলের সদস্য? আবার এমনও হতে পারে কোনও সাধারণ অপরাধী ভুল করে রোহনকে (বিশেষ বানসাল) অপহরণ করেছে। এর উত্তর কিন্তু এরমধ্যে একটিও নয়। সন্তান হারা আরেক বাবা রোহনকে অপহরণ করেছে। সে চায় তার সন্তানকে খুঁজবার জন্য রাষ্ট্রকে বাধ্য করতে, এর ফলাফল বা মৃত্যুকে সে পরোয়া করে না। সাধারণ এক প্রযুক্তিবিদ এই নির্মল (ইরফান খান) সারা দেশে বিশাল এক আলোড়ন সৃষ্টি করে। তাকে ধরার জন্য গোয়েন্দারা যখন হন্যে তখন সাধারণ মানুষ দুই বাবার পক্ষ নিয়ে বিভক্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত কী হবে প্রায় সবারই জানা তবুও সবার আশা রাষ্ট্রের ঘুম ভাঙবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন