বিএসএফ যশোর সীমান্তে আবারো হত্যা করলো বাংলাদেশিকে। নিহতের নাম রিয়াজুল (২৮)। তিনি বেনাপোলের বাহাদুর গ্রামের আব্দুল জব্বার কাটু মোড়লের পুত্র।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জানান, সীমান্তের ২৬ নং পিলারের পাশে বাহাদুরপুর মাঝেরডাঙ্গি পশ্চিমমাঠে গতকাল সকাল ৮টার দিকে বাংলাদেশির লাশ পড়ে ছিল। সীমান্ত সূত্র জানায়, যশোরের ধান্যখোলা সীমান্তের বিপরীতে ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফের গুলিতে সে নিহত হয়। একই তথ্য জানিয়েছেন যশোর বিজিবির কমান্ডিং অফিসার কর্ণেল সেলিম রেজা।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন