শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আবুধাবির প্রস্তাবে মোগাদিশুর জবাব

সোমালিয়ায় পৃথক বোমা হামলায় হতাহত ১৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ১২:০১ এএম


সোমালিয়ার একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার দক্ষিণাঞ্চলীয় শহর বাইদোয়ায় এ হামলাটি হয় বলে জানিয়েছে বিবিসি। একইসঙ্গে রাজধানী মোগাদিশুর বন্দরের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় আরও ৭ জন আহত হন। জঙ্গি গোষ্ঠী আল শাবাব দুটি হামলারই দায় স্বীকার করেছে। খবরে জানা যায়, বাইদোয়ায় কর আদায়কারী ও সৈন্যদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে তারা। কর আদায়কারীরা রেস্তোরাঁয় বসে বৈঠক করার সময় সেখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। অপরদিকে, সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমাদ ঈসা আওয়াদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত আরব সাগরে অবস্থিত ইয়েমেনের সুকুত্রা দ্বীপ দখল করার জন্য সোমালিয়াকে প্রস্তাব দিয়েছে। তার দেশকে ইয়েমেন বিরোধী সউদী জোটে যোগ দিয়ে সুকুত্রা দ্বীপের ওপর নিজের মালিকানা ঘোষণা করার নোংরা প্রস্তাব দিয়েছে আবুধাবি। সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। আওয়াদ তার ঘনিষ্ঠ মহলে আরব আমিরাতের এ প্রস্তাবের কথা জানিয়েছেন। আবুধাবি বলেছে, সোমালিয়া এ কাজ করতে পারলে দেশটির রাজধানী মোগাদিসুতে আরব আমিরাতের দাতব্য হাসপাতাল শেখ জায়েদকে আবার চালু করা হবে। সোমালিয়ার নাগরিকদের বিনাম‚ল্যে চিকিৎসা সেবা দানকারী এই হাসপাতালটি ২০১৮ সালে দু’দেশের মধ্যে ক‚টনৈতিক দ্ব›দ্ব চরমে উঠলে বন্ধ করে দিয়েছিল আবুধাবি। রয়টার্স, মিডল ইস্ট মনিটর।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন