শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আল্লামা ওবাইদুল হক নঈমীর ইন্তেকালে, রাউজানের সুন্নী অঙ্গনে শোকের ছায়া

ফজলে করিম এমপির শোক

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২০, ১০:০০ পিএম | আপডেট : ১০:০৭ এএম, ৭ জুলাই, ২০২০

এশিয়াখ্যত চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস ও আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী আর নেই। সোমবার (৬ জুলাই) বিকেল ৫টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার সংবাদ মাধ্যমকে জানান, নঈমী হুজুরের রক্তচাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে নেয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানাগেছে আগামীকাল মঙ্গলবার বাদ জোহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মুখ ভাগের জুলুছ জমায়েত ময়দানে নামাজে জানাযা অনুষ্টিত হবে। হুজুরের ইন্তেকালে একজন সর্বোচ্চ অভিভাবক হারিয়েছেন সুন্নি জনতা।
আল্লামা নঈমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বলেন, দেশের প্রখ্যাত আলেম, মুফতি ওবাইদুল হক নঈমী হুজুরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। মহান আল্লাহপাক হুজুরকে জান্নাতের সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করুন আমিন।
এছাড়াও শোক বিবৃতিতে প্রখ্যাত আলেম ওলামারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী দেশব্যাপী ইসলামের মূলধারার প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তার ইন্তেকালে সুন্নী জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন। সুন্নী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। লক্ষ ওলামার ওস্তাজ হিসাবে তিনি ছিলেন সর্বক্ষেত্রে সম্মানের উচ্ছ আসনে। বাতিলদের বিরুদ্ধে প্রতিমুহূর্ত তার কন্ঠ ছিল সোচ্ছার, আকিদার ক্ষেত্রে আপোষ করে কথা বলেননি উপমহাদেশে সীকৃতিপ্রাপ্ত সুন্নীয়তের মহাবীর মুফতি ওবাইদুল হক নঈমী।
আল্লামা নঈমীর ইন্তেকালে আরও বিবৃতি দিয়েছেন নায়েবে আ’লা হজরত আল্লামা মুফতি ইদ্রিচ রেজভী, আল্লামা আবদুল করীম সিরাজনগরী, পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, আল্লামা আবুল কাশেম নুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এমএ মান্নান, মহাসচিব আল্লামা এমএ মতিন, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সহ-সভাপতি মুহাম্মদ মহসীন, জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন, পীরে তরিকত আল্লামা কাজী আব্দুস শকুর নকশবন্দি, পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ সাইফুদ্দীন আহমদ আল-মাইজভাণ্ডারী, সৈয়দ বদরুদ্দোজা বারী, জামেয়ার অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, শায়খুল হাদিস কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, শায়খ আল্লামা আবু সুফিয়ান খান আলকাদেরী, স.উ.ম আব্দুচ সামাদ, সৈয়দ মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আলকাদেরী, আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল বোখারী, আল্লামা মাসউদ হোসাইন আলকাদেরী, আনজুমানে খোদ্দামুল মোসলেমীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ সাহাবুদ্দীন চৌধুরী, কাজী মুহাম্মদ সোলাইমান চৌধুরী, মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়্যব আলী, আল্লামা নুর মুহাম্মদ আলকাদেরী, পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ্, আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, অধ্যক্ষ ইসমাইল নোমানী, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মুহাম্মদ ফিরোজ আলম খোকন, ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ নঈমুল ইসলাম, সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক মনছুর দৌলতী, সম্পাদক হাফেজ আহমদ আলকাদেরী, উত্তর জেলার সভাপতি মাওলানা কদম রসুলী, সম্পাদক এসএম ইয়াসিন হোসাইন হায়দারী, চট্টগ্রাম নগর দক্ষিণ সভাপতি মাওলানা এমএন ইসলাম জিহাদী, সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন আলকাদেরী, শাহ্জাদা মাওলানা কাযী আবুল এরফান হাশেমী, কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, মাস্টার মুহাম্মদ ইছমাইল হোসেন, রাউজানের নেতৃবৃন্দের মধ্য প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, এস এম বাবর, আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী, আলহাজ্ব গোলাম মোস্তফা শায়েস্তা খান, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকী, আল্লামা ইদ্রিস আনসারী, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
M. JAHANGIR ALAM ৬ জুলাই, ২০২০, ১০:২৬ পিএম says : 0
ALLAMA NAIMI (RAHMATULLAHI ALAIHI) WAS AN EXPERT ISLAMIC SCOLAR AND USTADUL ULAMA. MUSLIM LOST A BIG ALIM-E DIN AND I LOST MY BEST TEACHER. WE PRAY TO ALLAH "YOU GIVE HIM BEST PLACE IN JANNAT" AMEEN.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন