সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ০৩ রবিউল সানী ১৪৪৬ হিজরী

সারা বাংলার খবর

যশোরের দৈনিক স্ফুলিঙ্গ সম্পাদকের প্রয়াণে শোকসভা অনুষ্ঠিত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২২, ৫:৩০ পিএম

স্বাধীন দেশের প্রথম আঞ্চলিক সংবাদপত্র দৈনিক স্ফূলিঙ্গ সম্পাদক মিয়া আব্দুস সাত্তারের প্রয়াণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান। বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ দৌলা, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নুর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুুন, যশোর জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক সাকিরুল কবির রিটন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি তৌহিদ মনি ও মরহুম মিয়া আব্দুস সাত্তারের ছোট ছেলে হামিদুল ইসলাম অপু প্রমূখ।

শোক সভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য এস এম সোহেল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন