শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শিবগঞ্জে শোকসভা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রয়াত শফিকুল ইসলামের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। তর্ত্তিপুর মহাশ্মশান কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার দুপুরে মহাশ্মশান প্রাঙ্গনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় সভাপতিত্ব করেন তর্ত্তিপুর মহাশ্মশান কমিটির সভাপতি সাধন কুমার মনিগ্রাম। এসময় প্রায়াত ইউএনও’র স্মৃতিচারন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, তর্তিপুর মহাশ্মশানের প্রধান সমন্বয়ক বাবুল কুমার ঘোষ, মহাশ্মশান কমিটির সহসভাপতি মটর চন্দ্র সাহা, প্রদীপ কুমার বড়গড়িয়া, সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদীসহ অন্যরা। শোকসভায় প্রয়াত উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের জীবনী নিয়ে তুলে ধরে বলেন- হরিজন, দলিত ও বঞ্চিত সম্প্রদায়ের জন্য তিনি নিষ্ঠার সাথে কাজ করে গেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন