শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কক্সবাজারে শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস

কক্সবাজারে গত বৃহস্পতিবার রাতে দোকান মালিক সমিতি ফেডারেশন কার্যালয়ে ব্যবসায়ী মরহুম রওশন আলী সওদাগরের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি আলহাজ মোস্তাক আহমদ এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, পৌর মেয়র সরওয়ার কামাল, ভারপ্রাপ্ত পৌর মেয়র মাহবুবুর রহমান প্রমুখ। সভায় বক্তাদের প্রস্তাবের জবাবে ‘পৌর সুপার মার্কেট চত্বরকে হাজী ইসহাক চত্বর’ এবং আইবিপি সড়ককে ‘হাজী রওশন আলী ও আব্দুল কুদ্দস সড়ক’ হিসেবে নামকরণের ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন